দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় গেল ৭ মাস ধরে নেই সহকারী ভূমি কর্মকর্তা। এতে চরম বিপাকে পড়েছে অত্র এলাকার সেবা গ্রহীতারা। এবছরের সেপ্টেম্বর মাস থেকে অত্র উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ প্রশিক্ষণে যাওয়ার পর থেকে পদটি খালি রয়েছে। এতে সেবাকরই তাদের মিস কেস, খারিজ বাতিল সহ অতি প্রয়োজনীয় কাজগুলি বন্ধ থাকায় বেকায়দা পড়েছেন তারা।
দিনাজপুর বিরল বাজারের মৃত আব্দুল কাদেরের ছেলে একরামুল হক বলেন, একটি খারিজ বাতিলের কেস দিয়েছি এক বছর আগে। কাজটি আমার অতি গুরুত্বপূর্ণ। আমার ব্যবসায়িক কাজে বিষয়টি ব্যাঘাত সৃষ্টি করছে। এভাবে দীর্ঘ দিনের পর দিন ঘুরছে সেবাগ্রহীতারা।
উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে আগত আজিজুল হক বলেন, প্রায় প্রতিদিন আমাকে ঘুরতে হচ্ছে। এর আগে সহকারী ভূমি কর্মকর্তার বদলে উপজেলা নির্বাহী অফিসার এসব দেখভাল করত। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসার বিষয়টিতে কোন কর্ণপাত করছেন না। এতে করে নানা বিতর সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে। ক্ষুন্ন হচ্ছে সরকারের সুনাম।
বিরল সরকারি ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মোক্তাদের বলেন, গেল সাত মাস ধরে সরকারি ভূমিক কর্মকর্তা না থাকায় তারাও বেশ সমস্যার মধ্যে আছেন। প্রতিদিন সেবা গ্রহীতাদের বিভিন্ন কৈফিয়ত দিতে হচ্ছে। সেবা গ্রহীতাদের নানামুখী প্রশ্নে বিলম্বিত হচ্ছেন তারাও।
এ বিষয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসার বলেন, দীর্ঘদিন পথটি খালি থাকায় আমরাও বেশ সমস্যায় আছি। আমার নিজ দায়িত্ব পালন করতেই সময় চলে যাচ্ছে। যে কারণে ভূমি অফিসের কোন কাজ আমি দেখভাল করতে পারছি না। আশা করছি আগামী নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যেই পদটিতে পদায়ন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্ব িক মোঃ রবিউল করিম খান বলেন, ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। আশা করছি অচিরেই এই শুন্য পদে পদায়ন করা হবে।
৩৫৩.৫৮ বর্গ কিলোমিটারের বিরলে ২০১১ সালের তথ্য অনুযায়ী লোক সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯২৫ জন।