প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ১১:৪০ এ.এম
ফুলছড়িতে শত্রুতার করে রাতের আঁধারে ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা নিরাপত্তা চেয়ে বাড়িতে সংবাদ সম্মেলন।

ফারুক হোসেন গাইবান্ধা প্রতিনিধিঃ
২৮ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের গরুর ব্যাপারী সাদেক আলীর
বাড়ির গোয়াল ঘরে দাউদাউ করে জ্বলছিল আগুন। বুঝতে পেরে পরিবারের লোকজনের আত্মচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। চেষ্টা করেন আগুন নেভানোর। ব্যর্থ হয়ে থানা পুলিশের সহায়তায় খবর দেওয়া হয় ফুলছড়ি ফায়রসার্ভিস অফিসে। দমকলকর্মীরা দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে যায় খরের গাদা, গোয়াল ঘর। গোয়াল ঘরে থাকা ১২ টি হাঁস, ১৩ মুরগি। এছাড়াও আগুন ছড়িয়ে পরে ঘোয়াল ঘরেরপাসে থাকা রান্না ঘরেও। সেখানেও পুড়ে যায় আসবাবপত্র, ৫ মণ ধান, কিছু চালসহ প্রয়োজনীয় বাসনকোসন।
এঘটনায় পরদিন বুধবার (১ মার্চ) একই এলাকার মৃত মছির উদ্দিনের ছেলে মোস্তফা মিয়া (৩৫), মনছের আলীর ছেলে সাজেদুল মিয়া (৩০) ও মজনু মিয়া (৪৫), মজনু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৪) ও মৃত লালবাহাদুরের ছেলে মোসলেম উদ্দিনের নামে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাদেক আলী। কিন্তু পুলিশের কাছ থেকে পায়নি কোনো সহায়তা । উল্টো নিজেরাই আগুন লাগিয়ে দেওয়ার প্রচার করছে তারা। বাড়িতে আগুন দেওয়ার ভিডিও ধ্বংস ও অভিযোগ তুলে নেওয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
এমন অভিযোগ তুলে পুলিশী সহায়তা ও জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের নিজ বাড়িতেই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মলনে সাংবাদিকদের জানানো হয়, সাদেক আলীর বাড়ি ঘেষে তৈরি হচ্ছে নতুন রাস্তা। যে রাস্তা দিয়ে যাওয়া যাবে কেবল প্রতিপক্ষদের বাড়িতেই। রাস্তা তৈরীতে কাকড়া গাড়িতে করে রাতে আনা হয় মাটি। ঘুমের সমস্যা হয় বিধায় তাদেরকে দিনের বেলা মাটি কাটার কথা বলেন সাদেক আলীর পরিবার। এতেই ক্ষিপ্ত হয় প্রতিপক্ষরা। তর্কবিতর্কের এক পর্যায়ে তারা লোহার রড, ছোরা, দা, বাঁশের লাটি হাতে হামলা কড়ে সাদেক আলীর পরিবারের উপর। এলাকাবাসি সহায়তায় বেঁচে যায় সাদেক আলীর পরিবার। কিন্তু পরবর্তীতে কাজে বাঁধা দিলে তারা পেট্রোলের আগুনে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে রাতের আধারে পেট্রোল ঢেলেই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অপূরণীয় ক্ষতি করে ওই দুর্বৃত্তরা।
সংবাদ সম্মলেন আরো বলা হয়, বাড়িতে পেট্রোলের আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলোও অভিযোগ তদন্তে যায়নি পুলিশ । উল্টো প্রভাবিত হয়ে পুলিশের পক্ষ থেকে তাদেরকেই দেখানো হচ্ছে ভয়। সংবাদ সম্মেলন থেকে সাদেক আলী আইনগত ব্যবস্থা গ্রহণসহ তার পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় তার পরিবার ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube