
ফারুক হোসেন গাইবান্ধার প্রতিনিধি
ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে । সরেজমিনে তদন্তে জানা যায় আজ (১৪ আগস্ট) সোমবার সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধাগণ ১৫ ই আগস্ট এর প্রোগ্রাম করার জন্য প্রস্তুতি গ্রহণপূর্বক বৈঠক করতে আসেন। সেখানে এসে কয়েকজন মুক্তিযোদ্ধা হঠাৎ করে বিষয়টি উদ্ঘাটন করেন।
সে সময় ফ্যানের সুইচ দিতে গিয়ে ফ্যান না ঘোড়ায় কেন ভবনে বিদ্যুৎ নাই বিষয়টি জানার জন্য ভবনের ছাদে করিডোরে রাখা আইপিএস দেখতে যান মুক্তিযোদ্ধা কাশেম মিয়া সহ অন্যরা। গিয়ে দেখেন সেখানে আইপিএস বা ব্যাটারি কোনটাই নাই ছাদের দরজা খোলা । ছাদে গিয়ে তাহারা দেখেন আইপিএস এর যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আইপিএস এর ব্যাটারির ভিতরের অ্যালুমিনিয়াম প্লেটগুলো খুলে নিয়ে ব্যাটারির খোলস ফেলেরেখেছে । বিষয়টি আরো গভীরভাবে দেখার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তাহারা। দেখতে পায় সার্কিট ব্রেকারের ক্যাবল কেটে বিভিন্ন জায়গার পয়েন্ট থেকে ক্যাবল টেনে বের করে নিয়ে গেছে চোর ।
ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হবিবর রহমান জানান আমরা সকালে এসে বিষয়টি জেনে খুবই হতভম্ব হয়েছি যে, বাইরের দিক থেকে তালা লাগানো থাকলেও ভিতরে প্রবেশ করে এভাবে সরকারি ভবন থেকে চোর ৪-৫ ঘন্টা সময় ব্যয় করে চুরি করেছে । এটি পরিকল্পিত কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ এর কাছে জানান তিনি ।
সচেতন মহল্লার দাবি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সভবনে নিরাপত্তা প্রহরী না থাকায় এই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে আরো জানা যায় ভবনে এলইডি টিভি,ফ্যান সহ একটি জেনারেটর অক্ষত অবস্থায় রয়েছে । ১৬ ডিসেম্বর ১৯ সে প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেন ভবনটি উদ্বোধন করেন । তখন থেকে ভবনটি নিরাপত্তার জন্য সরকারিভাবে কোন প্রহরির ব্যবস্থা করা হয় নাই।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান রহস্যজনক চুরির ঘটনাটি আমি জানতে পেরেছি সেখানে আইপিএস সহ আইপিএসের ব্যাটারি এবং ক্যাবল চুরি করে নিয়ে গেছে, আমরা একটি চুরির মামলা করব এবং ব্যবস্থা গ্রহণ করব।
চুরির বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী জানান প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি এ বিষয়ে থানায় একটি অজ্ঞাতনামা চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে । তদন্ত সাপেক্ষে চুরি হওয়া জিনিসগুলো উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার ব্যবস্থা করব।
Leave a Reply