মোঃ ফারুক হোসেন, গাইবান্ধা।
ফুলছড়ি তে মামার বিবাহের দাওয়াত খেতে এসে অটোর রিক্সার সাথে ধাক্কায় মোছাঃ রাদিয়া খাতুন ( ৯) পিতাঃ আবু সাইদ দেওয়ান, এর মৃত্যু হয় । জানা যায় আজ ২২- ডিসেম্বার ২২ বৃহসপতিবা সমকালে খিলগাও
ঢাকা থেকে উত্তর বুড়াইল বোচার বাজার ফুলছড়ি তে নানা মোঃ এন্সের আলির ছেলে মামা মিন্টু মিয়ার বিবাহে আসলে সকালে ভাপাপিটা খাইতে বোচার বাজার প্রিন্সপালের মোর নামক জায়গার দিকে যায় সেখাসে পৌছানোর আগেই বিপরিত দিক থেকে আসা কালির বাজার গামি ৮ জন যাত্রি সহ অটো রিক্সা দূত গতিতে পিছন থেকে ধাক্কা দেয় এসময় মাথায় প্রচন্ড আঘাত পায় এবং এক টি চাকা তাহার কোমরের উপর দিয়ে যায় এবং নাকে মুখে রক্তক্ষরন হলে গাইবান্ধা সদর হাসপাতোলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । রাদিয়া খাতুন তিন বোনের মধ্য সবার ছোট। ঢাকা মেরা দিয়া মধ্যপাড়া উম্মে হাবিবা মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার বাবার বাড়ি উত্তর মওয়ামারি বাজার, দেওয়ানগঞ্জ ,জামালপুর ।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com