অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
উপজেলার পানিকাটা ইউনিয়নের উত্তর জগন্নাথপুর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের উদ্যোগে সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহর নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল উত্তর জগন্নাথপুর সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠান।
এতে হরিনাম পরিবেশন করেন, দিনাজপুরের কাকা ভাতিজা সম্প্রদায়, সেতাবগঞ্জের কৃষ্ণপ্রিয়া সম্প্রদায়, বিরলের সুরধ্বনি সম্প্রদায়, রংপুর মহানগরের ঋতু রাণী সম্প্রদায় ও দিনাজপুরের কৃষ্ণ ভক্ত সম্প্রদায়।
নামযজ্ঞ শুরম্ন থেকে শেষ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের নারী ও পুরম্নষের সমাগম ঘটে মন্দির চত্বরে। নামযজ্ঞ পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম প্রামাণিক, ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পস্নাবন শুভ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবুসহ সমাজসেবকবৃন্দ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com