প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৩:১০ পি.এম
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ, ওরা এখন বাইসাইকেলে চড়ে স্কুলে যাবে

'প্রধানমন্ত্রী আমাকে সাইকেল দিয়েছেন, সেই সাইকেল নিয়ে আমি এখন রোজ স্কুলে যাবো। প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপহার হিসেবে বাইসাইকেল পেয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থী অঞ্জনা সরেন। শুধু অঞ্জনা সরেন-ই নয়, তার মতো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরও ২০ শিক্ষার্থীর হাতে গতকাল সোমবার সকালে এ বাইসাইকেল তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ উপহার পেয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওই ২০ জন শিক্ষার্থী খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করে।
বাইসাইকেল পাওয়া রম্নদ্রানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সুমিত্রা সরেন ও শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সোহাগিনী মার্ডী বলেন, প্রতিদিন তাদেরকে কয়েক কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছা সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারবে তারা। বিনামূল্যে সাইকেল পাওয়া যাবে, তা ভাবতেই পারিনি কখনো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে সাইকেল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। #
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube