অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া নামক স্থানে গতকাল রবিবার সকাল সোয়া ৮ টার দিকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুরেশ চন্দ্র (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত সুরেশ চন্দ্র উপজেলার আলাদিপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ভগবান চন্দ্র ভগা ঠাকুরের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী থেকে সুরেশ চন্দ্র মাদিলাহাটের দিকে অন্যেও মোটরসাইকেলে আরোহী হয়ে যাওয়ার সময় ফুলবাড়ী-মাদিলাহাট গ্রামীণ সড়কের চাঁদপাড়া নামক স্থানে অটোরিকশার (চার্জার) সাথে ধাক্কা লাগে। এতে সুরেশ চন্দ্র মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পিষ্ট করে। স্থানীয়রা তাকে মুমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক সুরেশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরেশ চন্দ্রের আত্মীয় শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায় ও সাধন চন্দ্র রায় বলেন, সুরেশ চন্দ্রের শ্বশুর বাড়ীর এক আত্মীয়ের মৃত্যুতে অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নিতে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে আরোহী হয়ে উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকমথুরা উরমা গ্রামের যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।
থানার এসআই মো. আজাদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাক্টরটি আটক করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply