
মোঃ আতিকুর রহমান রোজেন ফেনী প্রতিনিধি,
দ্রুত নিয়োগসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় ফেনীতেও কর্মবিরতি ও বিক্ষোভ করেছে ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ফেনী জেনারেল হাসপাতাল মোড় এলাকায় ২ শতাধিক শিক্ষার্থী সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
কর্মসূচীতে বক্তব্যকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ম্যাটসের শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। কর্মসংস্থান সৃজন করে দ্রুত ম্যাটসের শিক্ষার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালীন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স বাতিল ও কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে হবে।
ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখেন সংগঠক সোহানুর রহমান, আবদুল হাকিম, রাবিনা আক্তার, নাজনীন সুলতানা, আশ্রাফ সোহাগ প্রমুখ। আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল সোমবার সকালে
ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন করার ঘোষণা দেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয়েছে৷
Leave a Reply