প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২০, ১১:৫৭ পি.এম
বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ আকবর ভুঁইয়ার ভাই আরিফকে আটক

দৈনিক বাংলা সংবাদ ডেস্কঃ সিলেট মহানগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান উদ্দিন হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পলাতক এসআই আকবর হোসেন ভূঁইয়ার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব।বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বেড়তলা বগৈর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরের বন্দরবাজার পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায়। কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়। মামলাটি পিবিআই তদন্ত করছে।
এই ঘটনায় ১৯ অক্টোবর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে ওই ফাঁড়িতে কর্মরত কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। এরমধ্যে সাময়িক বরখাস্তকৃত কনেস্টেবল টিটু চন্দ্র দাশকে গ্রেফতার দেখিয়ে ৫দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে ফাঁড়ির ইনচার্জ আকবর ঘটনার পর থেকে এখনও পলাতক রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube