প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ৭:১২ পি.এম
ভালুকায় “বিএমএসএফ’র” প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের সাথে ভালুকা উপজেলা শানিবার (১৫জুলাই) বিকাল ৪টায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। উপজেলার সিডষ্টোর বাজার বাসষ্ট্যান্ডে বিএমএসএফ'র অস্থায়ী কার্যালযে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
ভালুকা শাখার সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর আশরাফুল আলম, উপজেলা শ্রমিক লীগ নেতা নাজমুল আহমেদ, কবি ও প্রভাষক শাহ আলম বিল্লাল, বিএমএসএফ ভালুকা শাখার সহ-সভাপতি আবুল বাশার শেখ, (আমার সংবাদ) মর্জিনা আক্তার মনি (মাই টিভি) আল-আমিন (খোলা কাগজ) জসিম আহম্মেদ (খোলা বাজার) নজিবুল হোসাইন নেভী (এশিয়ান টিভি) হুমায়ুন কবির, (সংবাদ প্রতিদিন) মমিনুল ইসলাম মোল্লা (ময়মনসিংহ প্রতিদিন) তোফাজ্জল হোসেন (ভোরের পাতা), সাংবাদিক আরিফুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube