শাহ ইসমাইল ( নিজস্ব প্রতিনিধি)
যৌবনের বন্ধুই শ্রেষ্ঠ বন্ধু। যৌবনের বন্ধুত্বই সেরা বন্ধুত্ব। কারণ এখানে পুরোটা জুড়েই প্রাণের উপস্থিতি।
জীবনের যে কোন প্রাপ্তির চেয়ে ভাল বন্ধু পাওয়াটা বেশি সৌভাগ্যের। যার জীবনে যত ভাল বন্ধু আছে তার জীবন তত পরিপূর্ণ।
বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনে প্রতিটি ধাপে ধাপে শত সহস্র বন্ধুর দেখা মেলে।
এদের কখনো মন থেকে ভোলা যায় না, তবে জীবন সংগ্রামের ব্যস্ততার কারণে হয়তো নিয়মিত খোঁজ-খবর রাখা হয়ে ওঠে না। কিন্তু দিনশেষে এরাই গেঁথে থাকে অন্তরে, বাস্তবে সচরাচর দেখা না মিললেও স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অমলিন।'
আজ(৩১-১-২০২৩)মঙ্গলবার রাত ৮-ঘটিকার সময় সিলেট জেল রোডের হোটেল পানসি ইন হল রুমে এসএসসি-৯১সিলেট বিভাগের এডমিন প্যানেলের স্বনামধন্য তিন বন্ধু (১)- মোঃ ফখর উদ্দিন রাজী সিলেটের একমাত্র পাঁচ তাঁরকা হোটেল GRAND SYLHET এর এম.ডি (Dairy icon 21 Awarded) পাওয়ায় জৈন্তাপুর থানার এস.আই (২)-মোঃ সিরাজুল ইসলাম(পুলিশ পরিদর্শক) পদে পদন্নোতি পাওয়ায় এবং (৩)-এডভোকেট মোঃ সালমান উদ্দিন সিলেট বারে যুগ্ন-সম্পাদক নির্বাচিত হওয়ায় এসএসসি -৯১ সিলেট বিভাগীয় গ্রুপের পক্ষ থেকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়।
যৌবনের বন্ধুই শ্রেষ্ট বন্ধু।
জয়তু বন্ধুত্ব
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com