স্পোর্টস ডেস্ক :
‘মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম প্র্যাকটিস করছেন ঈদের আগে থেকেই। সাথে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়ও ছিলেন। আর ছুটির ঈদের পর যোগ হয়েছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও যুক্ত হচ্ছেন অনুশীলনে।’
রোববার থেকে ব্যক্তিগত অনুশীলনে থাকবেন তামিম ইকবাল। আজ শনিবার বিকেলে বিসিবি থেকে ক্রিকেটারদের যে ব্যক্তিগত অনুশীলনের রোস্টার দেয়া হয়েছে, তাতে তামিম ইকবালের নাম আছে। তামিম ইকবাল নিজেও তা স্বীকার করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে তামিম নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, আমি কাল (রোববার) প্র্যাকটিস করবো।’
প্রসঙ্গতঃ মাঝে পেটের ব্যাথায় ভুগে চিকিৎসা করতে লন্ডন গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে ঈদ-উল আজহার দিন সকালে দেশে ফিরে আসেন। এ কয়দিন বাসায় বিশ্রাম নিয়ে এবং কোয়ারেনটাইনে থেকে আগামীকাল অনুশীলনে যোগ দেবেন। জাগো নিউজের সাথে আলাপে তামিম জানান, এখন আমি মোটামুটি সুস্থ।
এদিকে আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ক্রিকেটারদের প্র্যাকটিস বন্ধ ছিল। আগামীকাল রোববার থেকে আবার অনুশীলন শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com