শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট গোলাপগঞ্জ ২নং সদর ইউনিয়নের লন্ডনে অবস্থানরত মুরব্বীদের আহ্বানে গত ১৮ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৭-৩০ মিনিটের সময় ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেলের মক্ষা গ্রীলে এক সভা অনুষ্ঠিত হয়।জনাব হারুনুর রশীদ মুজিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর ডঃ আব্দুল আজীজ তকি। বক্তব্য রাখেন জনাব নাহিন মাহমুদ ,জনাব আলতা মিয়া, জনাব আলম চৌধুরী ,জনাব মুফিজুর রহমান চৌধুরী একলিল,জনাব মাহমুদ মিয়া মানিক প্রমুখ।
সভায় সভাপতির জনাব আব্দুল আজীজ তকি তার বক্তব্যে বলেন- আমাদের প্রবাসী সকলের সাথে ঐক্য, সংহতি ও সৌহার্দ্য গড়ে তোলার জন্য এই সভা।যাদের প্রচেষ্টায় আজকের এই আয়োজন তাদের সকলকে জানাই ধন্যবাদ।
তিনি আরো বলেন – একটা সংগঠণ যখন চালানো হয় তখন ছোটখাট ভুলভ্রান্তি থেকে যায় কিন্ত এগুলো নিয়ে যেন আমাদের ভিতর তিক্ততার সৃষ্টি না হয়।
কভিড-১৯এর মহাদুর্যোগে যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতাতে আমাদের এলাকাতে প্রায় ছয় লক্ষ টাকার সাহায্য পাঠানো হয়েছে এর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আগামী দিনগুলোতে ইউনিয়নের জনসাধারণের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি গঠন করা হয়।কভিড-১৯ পরবর্তীতে সকলের সম্মতিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উপদেষ্টা পরিষদঃ
১.জনাব ডঃ আব্দুল আজীজ তকি।
২.জনাব তমজ্জুল আলী তোতা মিয়া ।
৩.জনাব লিয়াকত আলী।
৪.জনাব গোলাম মোস্তফা চৌধুরী এমন ।
৫.জনাব আব্দুল মারজান চৌধুরী এলু।
৬.জনাব একলিম হোসেন।
৭. জনাব শামছুল হক জুনেদ।
৮.জনাব আব্দুল হালিম চৌধুরী।
৯.জনাব নাহিন মাহমুদ।
১০.জনাব আলতা মিয়া।
আহবায়ক কমিটিঃ
১.জনাব মাহমুদ মিয়া মানিক, আহবায়ক।
২.জনাব মুহাম্মদ জাকায়িয়া, যুগ্ম আহবায়ক ।
৩.জনাব আলম চৌধুরী, সদস্য সচিব।
৪.জনাব হারুনুর রশীদ মুজিব, সদস্য ।
৫.জনাব মুফিজুর রহমান চৌধুরী একলিল,সদস্য।
৬.জনাব বেলায়েত হোসেন চৌধুরী রাজু, সদস্য।
৭.জনাব মামুনুর রশীদ মাছুম, সদস্য।
৮.জনাব আব্দুল লতিফ, সদস্য।
৯.জনাব মাহবুব চৌধুরী , সদস্য।
১০.জনাব মাছুম আহমদ, সদস্য।
১১.জনাব আবু সুফিয়ান, সদস্য।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যথাক্রমে সর্বজনাবঃ
জনাব তমজ্জুল আলী তোতা মিয়া, জনাব গোলাম মোস্তফা চৌধুরী এমন, জনাব আব্দুল মারজান চৌধুরী এলু, জনাব একলিম হোসেন,জনাব আব্দুল হালিম চৌধুরী, জনাব আব্দুল মান্নান ,জনাব মাহবুব চৌধুরী, জনাব মুহিব উদ্দিন, জনাব নজমু চৌধুরী, জনাব বদরুল আলম,জনাব মুহাম্মদ জাকারিয়া, জনাব ছামী জাকারিয়া,জনাব বেলায়েত হোসেন চৌধুরী রাজু , জনাব খালেদ আহমদ , জনাব এহসান আহমদ চৌধুরী, জনাব মকসুদ চৌধুরী,জনাব মামুনুর রশীদ মাছুম, জনাব মাছুম আহমদ, জনাব জামান আহমদ, জনাব আব্দুল লতিফ প্রমুখ।
সভা শেষে দেশ বিদেশের সকলের সুখী সমৃদ্ধ জীবন ও মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আবু সুফিয়ান।পরিশেষে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply