দৈনিক বাংলা সংবাদ ডেস্কঃ
ভেজাল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্তত ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত লাজ ফার্মায় যৌথ অভিযান চালায় র্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মানবজমিনকে জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টার এ অভিযানে অন্তত ৭৬ প্রকারের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সেইসঙ্গে নগদ ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
সু্ত্রঃ মানব জমিন
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com