প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:৩৫ পি.এম
লেবার পার্টির নেতা ইরানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও জনসংযোগ

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগের মুখে গনতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনের কথা মানায় না। ১৯৭৫ সালের ২৫ শে জানুয়ারী শেখ মুজিব ১৩ মিনিটের সংসদে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে। পিতা মুজিবের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা ছলে-বলে কৌশলে ২০০৯ সালে ক্ষমতা দখল করে ১৭ বছরের দুঃশাসনের মাধ্যমে বাকশালিরা গনতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসনকে গলাটিপে হত্যা করেছে।
তিনি শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা লেবার পার্টির উদ্যোগে মিয়ারহাট বাজারে জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন।
ডা. ইরান বলেন, দেশ আজ ক্রান্তিকাল চলছে, প্রশাসনের সর্বত্রই অস্থিরতা ও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি আছে। জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে সকল দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে রেইনবো ন্যাশন গঠনের অঙ্গিকার করেছেন। তাই লেবার পার্টি ও ছাত্র মিশনকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করে ৩১দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
নেছারাবাদ লেবার পার্টির যুগ্ম আহবায়ক মো. জাফর আহমেদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা আহবায়ক মাহবুবুল আলম নাঈম, বাগেরহাট জেলা সভাপতি মো. আলী আকবার, পিরোজপুর জেলার সদস্য সচিব রেজাউল ইসলাম, কাউখালি উপজেলা সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, নেছারাবাদ উপজেলা নেতা এনায়েত করীম, জাফর আহমেদ প্রমুখ।
ডা. ইরান রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র উপজেলার সুটিয়াকাঠি, সোহাগদল, মিয়ারহাট, ইন্দেরহাট, স্বরুপকাঠী, মাহমুদকাঠি, জলাবাড়ী, আকলম, অলংকারকাঠিসহ বিভিন্ন স্থানে বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube