শাহ ইসমাইল (নিজস্বপ্রতিনিধি)
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল এসএসসি -৯১ সিলেট বিভাগের বন্ধুরা। গতকাল (২৭-১২-২০২২) বৃহস্পতিবার সিলেট শহরের বিভিন্ন স্হানে
দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে এসএসসি -৯১ সিলেট বিভাগের বন্ধুরা তাদের বক্তব্যে বলেন,
সিলেট বিভাগের ৯১ বন্ধুরা শীতার্তদের শীত বস্ত্র বিতরণ কম্বল আমাদের পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র কম্বল গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী আয়েশা বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। আপনাদের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।তার বক্তব্য শুনে ৯১ বন্ধুরা বলেন
আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
শীতবস্ত্র কম্বল বিতরন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, কামাল আহমদ, এনামুল হক লিলু, মাহবুব লস্কর, দিলরুবা চৌধুরী, মনোহর হোসেন রাজীব, মামুন আহমদ, সরওয়ার হোসেন সেলিম, ইশতিয়াক সুহেল, উৎফল বড়ুয়া, কামাল আহমদ লিটন, বিপ্লব পাল, মাসুদ আহমদ, এডভোকেট সাইদুর রহমান, শাহ হান্নান, নুরুল আমিন, মনসুর আহমদ, শাহ ইসমাইল প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com