রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে শ্রী কৃষ্ণের নিত্য পরিবেশন করা হয়। এছাড়াও অসহায় ও দরিদ্রদের মাঝে চেক বিতরণ করা হয়।
৯ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযান পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা শহরের গোপাল বাড়ী শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শেরপুর ও গাজীপুর জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টি শ্রী উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহকারি পরিচালক শামীম আহমেদ, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।
বক্তব্য শেষে শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির সম্মুখ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুবত কুমার দে ভানু, এডভোকেট হরিদাস সাহা, জন্মষ্টমী উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com