প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২২, ১২:২৯ পি.এম
সবুজের সমারোহ ইটনার আমনের মাঠ:কৃষকদের উল্লাস।

কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ইটনা উপজেলার আমন ধানের মাঠ যেন এক সবুজের সম্রাজ্য। এ বছর হাওর থেকে আগাম পানি সরে যাওয়ায় তুলনা মূলক উঁচু জমিতে হাওরের মানুষ অতি উৎসাহিত হয়েই আমন ধান রোপন করা শুরু করেন। উপজেলার রায়টুটী, বাদলা, চৌগাংগা, বড়িবাড়ি, এলংজুরী, জয়সিদ্ধি, মৃগা, ধনপুর ও ইটনা সদর সহ মোট ৯টি ইউনিয়ন রয়েছে।
সোমবার ১৪(নভেম্বর) সরেজমিনে হাওরে আমন ধানের মাঠ দেখতে গেলে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে সাক্ষাৎ হয় তারা জানায়, আমনের ধান গাছ যেভাবে গজিয়ে উঠেছে এতে আশানুরুপ ফসল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া আমন রোপন করার পর এখন পর্যন্ত কোন প্রকার পোকা মাকড়ের উপদ্রুপ না থাকায় আমন চাষের কৃষকগণ সোনার ফসল তুলতে পারবে বলে আরও বেশি আত্ম বিশ্বাসী হয়ে উঠেছেন।
ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রায় ৬ শত হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। ইটনা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহাবুব ইকবাল বলেন, আমনের ফসল ভালো হলে এ বছর ২ হাজার ১ শত মেঃটঃ চাউল উৎপাদিত হবে। যা জাতীয় খাদ্য চাহিদার সঙ্গে যুক্ত হয়ে নতুন অধ্যায়ের সৃষ্টি হবে বলে মনে করেন এলাকার অভিজ্ঞ মহল।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube