প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৪:০৭ পি.এম
সাঘাটায় সাবেক ডেপুটি স্পিকার এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া ।

ফারুক হোসেন গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-০৫ আসন হতে সাত বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম অ্যাডঃ ফজলে রাব্বি এমপি'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ কতৃক স্মরণসভা ও দোয়া আয়োজন হয় । গত ২২জুলাই ২২ অসুস্থ কারণে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ ২১ জুলাই ২৩ শুক্রবার বাদজুম্মা সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে হলদিয়া ঈদগাহ মাঠে মওলানা গোলাম আজম সালাফি'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুম অ্যাডঃ ফজলে রাব্বি'র সুযোগ্য কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ফারজানা রাব্বী বুবলী, আরো উপস্থিত ছিলেনঃ- জেলা বারের গ্রন্থাগার সম্পাদক ও সাঘাটা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মাজহারুল ইসলাম সোহেল, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মন্ডল, অবঃ প্রধান শিক্ষক মোঃ আফহাব উদ্দিন মন্ডল, অবঃ সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল, ওয়াহেদুজ্জামান রাজু, আব্দুস সেলিম মাস্টার, আবু সালা আল মামুন স্বপন, মাহমুদুল হাসান সুজা, মারুফ মোর্শেদ পাভেল, রাকিবুদ্দৌলা রাজু প্রমুখ। বক্তারা সাঘাটা ও ফুলছড়ি গর্বিত এই মহান নেতার জীবনের সকল নেক কাজের বিনিময়ে জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube