নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীতে কেঁড়ে নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অজস্র প্রাণ। এমন পরিস্থিতিতে দেখা যায় অনেকের মধ্যে নেই জনসচেতনতা। মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ইতিমধ্যে মারা গিয়েছেন। তার এই ইহকাল ত্যাগে পুরো পরিবারে শোকের ছায়া। তাদের এই মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।সবাই চলে যেতে হবে একদিন এই বলে শান্তনা নিয়ে দেশের এই সময়ের সময় উপযোগী
নিত্য পুন্য গরিব ও অসহায় মানুষের মাজে মাস্ক এবং সচেতন থাকার পুন্য সামগ্রী বিতরন করেন।এসময় পরিবারের সদস্যরা রাস্তায় রিক্সা,ভ্যান চালক সহ সাধারণ মানুষদের মাস্ক হ্যান্ড সয়ানেটারাইজ বিতরণ করছেন।
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এবং শেরে-বাংলা সহ বেশ কয়েকটি এলাকায় পরিবারের সদস্যরা স্বেচ্চাসেবী সহ করোনা থেকে সুরক্ষীত থাকতে মাস্ক বিতরণ করেন। এ সময় সাবেক সাংসদের নাতী সাফব রহমান সাদ বলেন, যে করোনায় সাবেক সংসদ সদস্যকে কেঁড়ে নিয়ে আমার পরিবারকে নিঃস্ব করেছে। আমি চাইনা এই মরনব্যাধী করোনা যেন আর কারো জীবনে হানা না দিতে পারে। তাই এই সেবা মাত্র।
এছাড়াও অন্যান্য এলাকায় মাস্ক ও হ্যান্ড-স্যানেটারাইজ বিতরণ করেন তুষার,হৃদয় সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com