মো: খাদেমুল ইসলাম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম বলেছেন, সাহিত্য মানুষের হৃদয়কে অবারিত করে তোলে। সাহিত্যের ছোঁয়ায় দূর হয় সাম্প্রদায়িকতা। জন্ম নেয় অসাম্প্রদায়িক সৃজনশীল সমাজ। যে সমাজ গঠনের জন্য কাজ করে গেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আজ সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সাহিত্য সম্মেলন ২০২২ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য একতা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই দেশের প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে সাহিত্যের অজস্র উপাদান। এজন্য জেলার সাহিত্যিকদের সাহিত্যচর্চায় অধিক মনবেশি হওয়ার আহ্বান জানান তিনি।
দিনাজপুরের সংরক্ষিত আসনের সংসদ জাকিয়া তাবাসসুমী বলেন, পৃথিবী যখন মহা দুর্যোগে পড়েছে। যখন সারা বিশ্বের মানুষ শান্তির সুবাতাস পেতে এদিক-ওদিক ছুটছে। তখন একমাত্র সাহিত্যই পারে মানুষের অতৃপ্ত আত্মায় তৃপ্তি আনতে।
সংস্কৃতি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব সুব্রত ভৌমিক বলেন, নতুন প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বর্তমানে মাদক নতুন প্রজন্মের জন্য বিরাট ধরনের প্রতিবন্ধকতা। একমাত্র সাহিত্য চর্চায় পারে এই প্রতিবন্ধকতা দূর করতে।
বাংলা একাডেমির উপপরিচালক মোঃ আনোয়ারুল হক বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও সাহিত্যচর্চায় অধিক মনবেশি। প্রতিবছর যে বইমেলা অনুষ্ঠিত হয় সে বইমেলায় নতুন নতুন লেখকদের বই প্রকাশ করতে প্রকাশকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল অথবা কারার ঐ লৌহ কপাট-এসব কবিতা ও সাহিত্য আমাদের মাঝে প্রাণসঞ্চার করে। সাহিত্য ও কবিতা কখনো কারো সাথে বেইমানি করে না।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্ব অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কবি ও সাহিত্যিকরা অংশ নেয়।
Leave a Reply