দৈনিক বাংলা সংবাদ ডেস্কঃ
সিলেট নগরীর সন্ধাবাজারস্থ পুরাতন জেলের কারারক্ষীদের কোয়ার্টার এখন মাদক ও জুয়া আস্তানা হয়েছে উঠেছে। এটি একটি বহু পুরাতন কোয়াটারগুলো সংস্কার হয়নি। সে কারণে ভবনগুলো এখন বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। বাধাঘাটে নতুন কারাগার হওয়ায় কারারক্ষীরা সেখানে বসবাস করছেন। আর এই সুযোগে জুয়াড়ী ও মাদকসেবীরা বেছে নিয়েছে পরিত্যক্ত এই কোয়ার্টার। পাশে কাষ্টঘরের সুইপার কলোনীর লোকজন প্রতিনিয়ত এখানে আড্ডা দিয়ে থাকে। এখন এই কোয়ার্টার সকল অপরাধীদের স্বর্গরাজ্য।
জানা গেছে, এই কারা কোয়াটারের ভিতরে বন্দর বাজার পুলিশের লাইনম্যান ডালিম এবং জুয়াড়ী শুভ ও হোসেনের নেতৃত্বে প্রতিদিন বসে জুয়ার আসর। এই জুয়ার আসরে সকল অপরাধীরা অংশ নেন। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি স্থানীয় থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোন অভিযান দেয়নি। বিধার এই জুয়াড়ী চক্র দিনের পর এখানে বড় বড় অপরাধ করে যাচ্ছে।
রাতের অন্ধকারে কোয়াটারের ভিতরে ছিনতাইকারীদের আড্ডা জমে। কোন ভালো লোক রাস্তা দিয়ে চলাফেরা করতেও ভয় পায়। ছিনতাই করে এই ঘর গুলোর ভিতরেই স্থান নেয় ছিনতাইকারীরা। এটা ছিনতাইকারীদের নিরাপদ স্থান।
নগরীর বন্দর বাজারস্থ পুরাতন জেলের কারারক্ষীদের কোয়ার্টারের এই অপরাধ বন্ধে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন সিলেটের সচেতন মহল।
সুত্রঃ ক্রাইম সিলেট
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com