বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ দিন প্রাণের সংগঠন সিলেট ছাত্রলীগ প্রাণহীন সে ক্ষেত্রে যেমন সংগঠন প্রাণ ফিরিয়ে আনতে ছাত্রলীগ এর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের অবস্থান থেকে যত টা পারি কমিটির বা সংগঠন এর প্রাণ ফিরানোর আশায় দাবী জানিয়ে জাচ্ছি।
তেমন একটা জিনিস পরিষ্কার ভাবে বলতে চাই।
নিজের চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড় রাজনীতির এই শপথে যোগ দিয়েছিলাম,এই বিষয়ে বরাবরই নিজেকে বলী দিয়ে সংগঠন এর সুনাম রক্ষা করার চেষ্টা করে গেছি।
সিন্ডিকেট আর অনুপ্রেবশকারী দারা ঘটিত সব অপকর্মর আজ সব দুষ, বদনাম দেওয়া হচ্ছে সিলেট তৃণমূল পিতা মুজিব এর আদর্শবান ছাত্রলীগের উপর।
আজ নেতারা নিজের গ্রুপ চাংগা রাখতে অনুপ্রেবেশকারীদের ঠাই দেন আর সেই অনুপ্রবেশকারীরা একের পর এক অপকর্ম করে হত্যাকান্ড ঘটিয়ে কলংকিত করে তথা তৃণমূল সিলেট ছাত্রলীগ কে।
সোজা শব্দে স্পষ্ট ভাষায় একটি কথাই বলী আগামী কমিটির নেতা হোওয়ার ইচ্ছা আমার নাই,কিন্তু আমার আর কুনু ভাইর হত্যাকাণ্ড ঘটলে বা কুনু অপকর্ম ঘটলে এর সম্পূর্ণ দায় সেই সিন্ডিকেট এবং অনুপ্রবেশকারীদের যারা ঠাই দিবেন বা জড়িত তাদের নিতে হবে। এতে আমি তিনি কত বড় নেতা তিনি কে আমি চিনব না আমি এফেক্ট আর সাইড এফেক্ট এর চিন্তা করে রাজনীতি করি না আমি অন্যায়ে বরাবরই ডিরেক্ট একশন বা জয়ে বিশ্বাসী ।
সিলেট ছাত্রলীগের সকল নীতি নির্ধারক কেন্দ্রীয় ও সিলেট এর শ্রদ্ধেয় নেতৃবৃন্দ,গোয়েন্দা সংস্থা, সংবাদ মাধ্যম প্রতি আমি জোর দাবী জানাচ্ছি।
সিলেট ছাত্রলীগ এর ইতিহাস, ঐতিহ্য, গৌরব ফিরাতে হলে সম্পূর্ণ সিন্ডিকেট ও অনুপ্রেবেশাকারী ঠেকিয়ে সরকারের নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা ডিজি, এফ, আই ও এন,এ, সাই এর সঠিক রিপোর্ট বিহীন যোগ্য, ত্যাগী,পরিশ্রমী ও পিতা মুজিব এর আদর্শবান ছাত্রলীগ কে মূল্যায়ন না দিয়ে কমিটি দিলে,
এবং এই কমিটি পূর্ণরায় গত কমিটির মত অনুপ্রবেশকারীদের দিয়ে গঠন করলে এই ছাত্রলীগ রক্তপাত ছাড়া অতীত, ইতিহাস, গৌরব কুনুটাই কখনোই ফিরেয়ে আনবে না।
ইশতিয়াক চৌধুরী
সাবেক পদত্যাগকারী সহ সম্পাদক
সিলেট জেলা ছাত্রলীগ।
Leave a Reply