প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ১১:২০ এ.এম
সুজন রাজার তৃতীয় সিনেমা “ভাটি দেশের কইন্যা”চলছে শুটিং।

হরিপুর জমিদার বাড়ীতে চলছে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রের শুটিং, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম এর ব্যানারে নির্মিত বৃহওর সিলেটের সুনামধন্য গীতিকারদের লেখা লোকগান নিয়ে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটির শুটিং চলছে বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর জমিদার বাড়ীসহ কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বানিয়াচং হাওর বিস্তীর্ণ ভাটি অঞ্চলে।
এতে অভিনয় করেন নবাগত চিএ নায়ক আরোশ ও চিত্র নায়িকা সাগরিকা। এ ছাড়া আরো অভিনয় করেন সৈয়দ ইকবাল, সূনীল দাশ, নাসরিন আক্তার,জালাল উদ্দীন রুুমি, পিন্টু আচার্য্য, অঞ্জনা, সুজন রাজা, ঘোপাল সূত্রধর, ড: সুনীল বিশ্বাস, আব্দুল আহাদ রাজু, আশরাফ, এম এ রাজা, শামছুল, সূনীল ভবানী, মোয়াজ্জেম, মিলি, প্রমূখ। উক্ত চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনায় আকরাম আলী, নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য। ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটি চিএনাট্য সংলাপ ও পরিচালনায় সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন।
ভাটি দেশের কইন্যা সিনমার অভিনেতা সুজন রাজা বলেন,আমার ৩য় চলচ্চিত্র "" ভাটি দেশের কইন্যা "। পরিচালনায় সৈয়দ রুজেন ভাই, সবার ভালবাসা পুজি করে এগিয়ে যেতে চাই বহুদূর।।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube