স্টাফ রিপোর্টার:
সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তেমনি একজন সময়ের সাহসী সাংবাদিক উজ্জ্বল ভূঁইয়া।
এ সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল সময় সংবাদ.কম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক একুশের বাণী পত্রিকার ক্রাইম রিপোর্টার অন্য দিকে বিভিন্ন সোশাল মিডিয়ায় সামাজিক কর্মকাণ্ড গুলো অভিনয় করে মানুষের মাঝে তুলে ধরেন প্রিয় অভিনেতা ও সাংবাদিক শাহজালাল উজ্জল ভূঁইয়া’র আজ শুভ জন্মদিন। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণা। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল রহস্য।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে।
যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ,বিলাস, লোভ,মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জিহাদী। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী ও সিনিয়র সাংবাদিক সকলের প্রিয় মুখ শাহজালাল উজ্জ্বল ভূঁইয়া। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা।
আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকেই দিনে এক শুভক্ষণে কুমিল্লা চৌদ্দগ্রাম এ কনকাপৈত ইউনিয়ন বুদ্দিন গ্রামে তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের সকলের প্রাণ প্রিয় শাহজালাল উজ্জ্বল ভূঁইয়া।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com