দিনাজপুর:বঙ্গবন্ধু ১৩ তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা ২০২২ এ স্বর্ণ জিতেছে তিন দিনাজপুরী কন্যা। এছাড়া ওই প্রতিযোগিতায় ছয়টি সিলভার পদক ও সাতটি ব্রোঞ্জ পদক পেয়েছে দিনাজপুরের প্রতিযোগিতা।
আজ ১৩ নভেম্বর দুপুরে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম এর নেতৃত্বে বিজয়ী দলটি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এ সময় জেলা প্রশাসক তাদের সাদরে গ্রহণ করে বলেন, খেলাধুলার ক্ষেত্রে দিনাজপুর জেলা বেশ ভালো করছে। আমরা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে যাওয়ার চেষ্টা করছি। একমাত্র খেলাধুলাই পারে আমাদের নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে।আজকের এই অর্জন আমাদের সবার জন্য আগামী দিনের প্রেরণা। এ সময় জেলাস প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলেন তিনি।
দিনাজপুর কালিতলা কেরাটি ক্লাবের প্রশিক্ষক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম বলেন, দীর্ঘ এক বছর ধরে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এখানে প্রতিযোগী ও প্রশিক্ষক শোবার অর্জন সমান। খেলাধুলার ক্ষেত্রে সরকারি সহায়তা বাড়ানো হলে বিশাঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরো সুদৃঢ় হবে বলে মতামত
Leave a Reply