মোঃ খাদেমুল ইসলাম॥ রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, ইমাম শান্তি, সম্প্রীতি সৌহার্দ ও মানবকল্যাণের ধর্ম। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা দ্বীনি কাজের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবেন। হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে প্রতিটি মানুষকে তার সুন্দর পথ রচনা করতে হবে। তাহলে পরকালে তার ফল অবশ্যই পাবেন।
২০ অক্টোবর বৃহস্পতিবার ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের আয়োজনে ১০৭৮তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিচালক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। ইমাম প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন চীফ মনিটর মাওঃ মোঃ ছামিউল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি-ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মাওঃ মোঃ জাকির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির মোঃ আজাদ কালাম রনি। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুরহাট জেলা হতে আগত ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র ও চিকিৎসা বক্স বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com