দৈনিক বাংলা সংবাদ ডেস্কঃ রেইনকোট মনে করে হাসপাতাল থেকে পিপিই চুরি করে করোনায় আক্রান্ত হয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। খবর জি নিউজের।
জানা যায়, নাগপুরের এক ফল বিক্রেতা গত বুধবার মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার সময় হাসপাতালে পরে থাকা একটি পিপিই চুরি করে নিয়ে যান ওই ব্যক্তি। এরপরই স্বাস্থ্য দফতর ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন।
তিনি জানান, রেইনকোট মনে করে পিপিই চুরি করেছে। পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেওয়া হয়। ফল বিক্রেতার করোনা টেস্ট করলে পজেটিভ আসে। ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়। তবে তাদের কেউ আক্রান্ত হননি।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com