প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৩, ৩:৫৫ পি.এম
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনসারুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, এদিন বিকেলে আনসারুল বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে উঠলে গাছের সাথে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গাছের ডালে আটকে পুড়তে থাকে তার দেহ৷ এ ঘটনায় স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার দেহে আগুন লেগে যায়৷গাছের উপরেই পুড়তে থাকে তার দেহ৷ পরে সেখানেই তার মৃত্যু হয়।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube