
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্যসহ বিদু্যৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদসহ দশ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে গতকাল শনিবার (৮এপ্রিল) অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চলের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহ-সভপতি আব্দুল মজিদ মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহবুব আলম, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, দেলওয়ার হোসেন লিটন, হারম্নন উর রশিদ প্রমুখ।
সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চলা অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply