মোঃখাদেমুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী আয়োজিত শাহজাহান শাহ্ ২য় নাট্যোৎসবে সোমবার রাতে নাট্য সমিতির মঞ্চে মঞ্চস্থ হলো রংপুর নাট্য কেন্দ্র প্রযোজিত পালাকার সাইক সিদ্দিকীর “নিল ললিতার গীত” নাটক মঞ্চস্থ হলো। নাটক শুধু জীবনের দর্পনই নয় বরং জীবন সংগ্রামের চিত্র উপস্থাপনের এক শিল্পীত ও সাহসী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে ইতিবাচক ভূমিকা পালন করছে নাটক। এর মূলমন্ত্রকে সামনে রেখে বাংলার লোকজ নাট্য’র অন্যতম এক নিদর্শন পালা গান। রূপ বৈচিত্রের আবহ পালাগান দেশীয় সংস্কৃতির বিভিন্ন ধারাকে উপস্থাপন করে। নিল ললিতার গীত পালায় রংপর অঞ্চলের সংস্কৃতিকে নানারূপে উপস্থাপন করেছে। গ্রামীন সমাজব্যবস্থা ও সরল প্রেমকে উপজীব্য করে এই পালাটি মঞ্চায়ন হয়েছে। নাটকে যারা অভিনয় করছেন তারা হলেন, মাকসুদুর রহমান মুকুল, আলআমিন, গোলাম মোস্তফা, নাসরিন আক্তার লিজা, দিবস রায়, শেফালী, লক্ষী, মাহাবুব, পুতুল, হরি, স্মৃতি। সঙ্গীত সংগ্রহ ও সমন্বয়- মাহামুদা আক্তার মিনা, সঙ্গীত পরিচালনায়- মাকসুদার রহমান মুকুল, নিত্য পরিচালনায়- আল আমিন, মেকআপ- প্রমথেস দাস গুপ্ত মনা, সংলাপ সংযোজন- ইফতেখারুল আলম রাজ। নাটক শেষে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক এ কে এম মেহেরুল্লাহ বাদল, নাট্যোৎসব কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী, নাট্য সম্পাদক শামীম রাজা, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ, রংপুর নাট্য কেন্দ্রের শিল্পীদের ফুলের তোড়া, ব্যাগ, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com