1. admin@dainikbanglasangbad.com : admin : admin com
বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কমলগঞ্জ থানার দারোগা জিয়াউলের ক্ষমতা বলে কথা দলীয় প্রভাব খাটিয়ে গোয়াইনঘাট জুড়ে রাম-রাজত্ব কাশেম-বাবলা চক্রের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ইউকে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্ষমতাধর দারোগা উবাদুল্লাহ এখনো এসএমপিতে বহাল আত্রাই বান্দাইখাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগটি সম্পূর্ন ষড়যন্ত্রমূলক শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি গোয়াইনঘাটে সাংবাদিকদের উপর হামলার মামলায়;জামিনে থাকা আসামী’কর্তৃক বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি নওগাঁর মান্দায় আওয়ামী সন্ত্রাসীরা বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ আটক ৯,, হ্যালো সিলেট এসএমপি কমিশনার ফাঁড়ির পুলিশ ও ছিনতাইকারী সামলাও পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিক সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিল

২০১৭ তে ১২ মাত্র ভোটে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কি এমন কারিশমা!!!

  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৮ বার পঠিত
মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর।

দিনাজপুর :দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর। গতকাল ১০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যারের শেষ দিনে মেয়র পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন বিএনপিপন্থী নেতা রেজাউল ইসলাম বাদশাহ ও মামনুর রশিদ রাজু। এমন বাস্তবতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই প্রথমবারের মতো বিরল পৌরসভায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলো আলহাজ্ব সবুজের সিদ্দিক সাগর। গেল ২০১৭ সালের নির্বাচনে মাত্র বার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সবুজার সিদ্দিক সাগর। কিন্তু কি এমন কারিশমায়! বিরল আওয়ামী লীগের আকাশ থেকে বিতাড়িত হলো “কাউয়াগুলো” এমন প্রশ্নগুলি নয়, উত্তরগুলি এখন পৌরসভা বাসীর মুখে মুখে।
“একতা ভাই একতা বলছে জনতা” এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করলেন পৌরসভার ব্রহ্মপুর গ্রামের সুশীল রায়।
বিরল পৌরসভার অন্তর্গত হুসনা গ্রামের নজরুল ইসলাম নজু বলেন, বিগত ২০১৭ সালের নির্বাচনে ত্রিধা বিভক্ত ছিল আওয়ামী লীগ। যে কারণে আওয়ামী লীগ প্রার্থী মাত্র ১২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। কিন্তু এবার দলীয় নানান ইতিবাচক কর্মকাণ্ডে বিভক্তি একেবারে শূন্যে। আর ওপর যে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছিল সেটি ছিল হাস্যকর। পৌরসভার চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসেবে তাদের কোন প্রকাশ গ্রহণযোগ্যতা ছিল না এটা বুঝতে পেরেই তারা প্রার্থিতা প্রত্যাহার করেছে।
৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার দ্য গ্রেট পশ্চিম এশিয়া ও উত্তর-পূর্ব আফ্রিকা জুড়ে বিজয় শেষে মিশর হয়ে ভারতের কাবিরতি নদী পর্যন্ত যার জয়কেতন উড়তে থাকে।
আলেকজান্ডার দ্য গ্রেট এর বয়স যখন মাত্র ১৬ বছর তখন তার শিক্ষক ছিলেন এরিস্টটল। একদিন এরিস্টোটল আলেকজান্ডারকে প্রশ্ন করেছিলেন, “যদি তুমি দেখো, তুমি পরাজিত হচ্ছ তখন কি করবে?
“বিভেদের বিষবাস্পে আমি হাজারো খন্ডে পরিণত করব সমাজ”এমন বিধ্বংসী উত্তর পেয়ে সেদিন হতবাক হয়েছিল স্বয়ং এরিস্টটল।
সত্যিই তাই। বিভেদ যে কতটা বিধ্বংসী তার প্রমাণ বিরল পৌরসভার ২০১৭ সালের নির্বাচন আর ঐক্য যে কতটা শক্তিশালী তার প্রমাণ ২০২২ সালের বিরল পৌরসভা নির্বাচনের ফলাফল‌।
নাম প্রকাশে অনিচ্ছুক বিরল আওয়ামী লীগের একজন শীর্ষ স্থানীয় নেতা বলেন, বিরল বোচাগঞ্জ আসনের আসনের সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সঠিক লোককে সঠিক দায়িত্ব দিয়ে সঠিক জায়গায় বসিয়েছেন। এতে বিদুরত হয়েছে বিভেদের বেড়াজাল। প্রশস্ত হয়েছে একত্রিকরণের পথ।
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেই প্রথমে দ্বন্দ্ব বিরোধ নিরসনে উদ্যোগী হয়েছি।সংগঠনের রীতি ও নীতি অনুযায়ী আমরা সব কর্মকাণ্ড পরিচালনা করছি। নির্ধারিত সময়ে ওয়ার্ড পারা মহল্লা কাউন্সিল গঠিত হওয়ায় প্রান্তিক পর্যায়ের নেতাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক ধরনের আশীর্বাদ। বিরল উপজেলা আওয়ামী লীগ  এখন একত্রিতরনের সর্বোচ্চ পর্যায়ে ।তার সর্বশেষ প্রমাণ বিরল পৌরসভার নির্বাচন। বিরলের মত বিরামহীন দ্বন্দ্বের জায়গায় একত্রিতরণ-এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সৃষ্টিময় জগতে এটিই কারিশমা।
দিনাজপুর জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আহমেদ জলিল বলেন,যতদূর জেনেছি দিনাজপুরের বিরল পৌরসভার মেয়র একজন সৎ ব্যক্তি। দিনাজপুরের সব উপজেলাগুলোর মধ্যে বিরল উপজেলার গুরুত্ব বেশ গুরুত্বপূর্ণ। সীমান্ত সীমান্ত ঘেষা উপজেলাটি জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। স্থল ও রেলপথে রয়েছি ভারত নেপাল ভুটানের সাথে যোগাযোগ ব্যবস্থা। বিরল উপজেলায় ব্যাপক উন্নয়নক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন বর্তমান সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এই উন্নয়নের ধারাবাহিকতায় বিরল পৌরসভাও উন্নয়নের আলোয় আলোকিত। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও পৌরসভাটি বেশ গুরুত্বের দাবি রাখে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিচ্ছবি বলে দাবি করেন।
মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজ সিদ্দিক সাগর বলেন, আমাদের পররাষ্ট্রনীত” সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়”এই নীতিকে আমি অন্তর থেকে ধারণ করি। এই জয়কে আমি জনতার জন্য উৎসর্গ করলাম। কারণ জয় সবসময় জনতার, জয় কখনো নেতার নয়। আমি জনতার কাতারে থাকতে ভালবাসি। প্রতিটি মানুষের হ্নদস্পন্দন আমার প্রেরণা।
মেয়র পদে ভোট না হলেও আগামী ২৯ ডিসেম্বর  কাউন্সিলর পদের জন্য বিরল পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। নয়টি ওয়ার্ডে সদস্য পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় নয় হাজার। পৌরবাসী সংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার। পৌরসভাটি প্রতিষ্ঠা লাভ করে গেল ২০১১ সালের ১৯ এপ্রিল ।পৌরসভাটির মোট আয়তন ৫.৩০ বর্গ কিলোমিটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2023 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com