মোঃখাদেমুল ইসলাম, দিনাজপুর ঃ “নিজেরাই উদ্যোক্তা হোন, পরিবারের আর্থিক স্বছলতা ফিরিয়ে আনুন” এই অভিপ্রায়ে জম্পেস আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের ৩ দিন ব্যাপী পণ্য প্রদর্শনী উৎসব’২২ শুরু হয়েছে। নারী উদ্যোক্তাদের সংগঠন দিনাজপুর বিজনেস গ্রুপ-এর আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উদ্বোধনী অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন,নারীরা ইতিহাসে অনেক অসাধ্য সাধন করেছেন।তাইতো জাতীয় কবি কাজি নজরুলে কন্ঠেও`
`বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই নারীদের
গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বলেন, চাকুরী পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হোন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর আজ সারাদেশে হাজার হাজার নারীরা ঘরে বসেই পেশাজীবী হয়ে গেছেন। তৈরি হয়েছেন উদ্যোক্তা। বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে বাড়ীতে বসেই অনলাইন ও অফলাইনে পণ্য বিক্রি করছে। এতে নারীরা নিজ পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন ও নিজেই স্বাবলম্বী হচ্ছেন। নারীরা আজ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন অফিস আদালতে চাকুরি করছেন। আর এর অবদানই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনাজপুর বিজনেস গ্রুপের এডমিন বর্ণি আহম্মেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর উইমেন্স চেম্বারের সভাপতি জান্নাতুন সাফা শাহীনুর, দিনাজপুর উইমেন্স বাইকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাবেয়া খাতুন রেনু, বিজনেস গ্রুপের নুসরাত হাসান প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার শহীদ মাহবুব হিরু ও দিনাজপুর বিজনেস গ্রুপের উপদেষ্ঠা ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম নয়ন।
এডমিন বর্ণি আহম্মেদ জানান, ঘরে বসেই যেন নারীরা স্বাবলম্বী হতে পারে এবং নিজ পরিবারকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতে পারে এর প্রসার ও প্রচার ঘটাতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। কোন অবস্তাতেই নারী আর পিছিয়ে নেই।
এর আগে বিকেলে নারী উদ্যোক্তারা দিনাজপুর শহরে একটি বর্নাঢ্য বের করে। পণ্য প্রদর্শনী উৎসবে ঐক্য সমর্থন জানিয়েছেন দিনাজপুর উইমেন্স বাইকার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল এন।
উৎসবে নারী উদ্যোক্তাদের নিজস্ব তৈরি পণ্যের ৩০টি স্টল দেয়া হয়েছে।এর মধ্যে রয়েছে কারুশিল্প, নানা ধরনের খাদ্য, শাড়ী, থ্রি পিছ, কেকসহ নারী উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের সমারহ।
অনুষ্ঠানে নারীর উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী এবং শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com