মোঃআঃ জলিল মন্ডল (গাইবান্ধা)প্রতিনিধি, যৌতুকের দাবীতে নির্যাতনকারী নারী ও শিশু নির্যাতন মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে রোববার দুপুরে শহরের গানার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। জেলার সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পশ্চিম কোমরনই দশানী এলাকাবাসী এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক (সাংবাদিক) রিক্তু প্রসাদ,সাম্যবাদী আন্দোলনের নেতা সবুজ মিয়া,সূরবাণী সংসদের সাধারন সম্পাদক, আরিফুল ইসলাম বাবু,সাংস্কৃতিক কর্মী মানিক বাহার,কামরুজ্জামান চান, নির্যাতিতা রিক্তা খাতুন,তার মেয়ে নাজনীন আক্তার,ভাই নাহিদ হাসান সহ আরো অনেকেই।বক্তারা বলেন পশ্চিম কোমরনই দশানী এলাকার মৃত এমদাদুল হক ইদুর মেয়ে রিক্তার সাথে উত্তর গিদারী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের আব্দুল আলিম মন্টুর ছেলে, বাবলু মিয়ার সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয়।বিয়ের পর হতেই বাবলু মিয়া যৌতুকের দাবীতে রিক্তা খাতুনকে শারিরিক ভাবে নির্যাতন করে আসছিল।স্বামীর সংসার করার জন্য রিক্তা পিত্রালয় হতে পর্যায়ক্রমে ১লক্ষ ২০হাজার টাকা নিয়ে গিয়ে বাবলুকে দেয়। যাতে তাহার নিজের সংসারে সুখ শান্তি হয়।দাম্পত্য জীবনে রিক্তার এক ছেলে এক মেয়ে জন্ম নেয়।এর পরেও যৌতুক লোভী স্বামী বাবলু মিয়া গত সেপ্টেম্বরে যৌতুকের দাবীতে বেধরক মারধর করে।এতে রিক্তা অসুস্হ্য হয়ে পরলে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।এরই প্রেক্ষিতে রিক্তা খাতুন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।আসামী প্রকাশ্য ঘুরাফেরা করলেও পুলিশ রহস্য জনক কারনে প্রেফতার করছে না।
Leave a Reply