মোঃ খাদেমুল ইসলাম,দিনাজপুরঃ ১২ নভেম্বর’২০২২ শনিবার কম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরে সকাল সাড়ে ৯টায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
অনুষ্ঠিত ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অধীনস্থ সকল গ্রাহকদের নিয়ে প্রতিনিয়ত আলোচনা করা এবং ঋণগ্রহীতা গ্রাহকদের ব্যবসার মান উন্নয়নে ও ব্যাংকের ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে হবে। ব্যাংকের গ্রাহকগণ যে সকল বিষয়ের উপর ঋণ গ্রহণ করেছে সে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মনিটরিং এর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ব্যাংকের নতুন গ্রাহক তৈরি করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক মোছাঃ পারুল নাহার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড. এম. হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ (পিভিএমএস), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর উপ-ব্যবস্থাপক মোহাম্মদ জাফর মিয়া। দিনব্যাপী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল গনি’র সভাপতিত্বে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ব্যবস্থাপক এবং বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন ।
Leave a Reply