মোঃখাদেমুল ইসলাম, দিনাজপুর ॥
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল প্রাঙ্গণে ২দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষ্যে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম। দিনাজপুর স্কুল অব লিবারেটরস এর অধ্যক্ষ মোঃ জিয়াউল হক সিজারের সঞ্চালনায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ খালেদুর রহমান, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভীন। এছাড়াও নিজের সফলতার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্থী মোঃ জামিউল ইসলাম। সর্বশেষে মেলায় অংশগ্রহণকারী ৩৬টি স্টলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল সমূহের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও মেলার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply