দিনাজপুর:সরকারি বেসরকারি কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহানেওয়াজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা, জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মোঃ বাদল হোসেন, বিশিষ্ট সাংবাদিক কাশি দাস।
গোলটেবিল বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মইনুল হক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিয়ে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশের সব প্রতিবন্ধী সম্পদে পরিণত হবে এমন আশাবাদ এই কর্মকর্তার।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মোঃ বাদল হোসেন বলেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গুলো চরম আর্থিক সংকটে ভুগছে। করোনা পরিস্থিতি সংস্থাগুলোকে আরো জটিল পর্যায়ে নিয়ে গেছে ।এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার বিকল্প নেই।
সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা বলেন, অর্থের অভাবে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। সমাজে চলমান কিছু কিছু সংস্কার প্রতিবন্ধীদের উন্নয়নের প্রতিবন্ধকতা যা নিরসন করার সময়ের দাবি।
প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, প্রধানমন্ত্রী কন্যা পুতুল জাতিসংঘে প্রতিবন্ধীদের নিয়ে করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা করছেন। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে পৃথিবীর প্রত্যেকটি দেশকে আরো জোরালো ভূমিকা রাখার দাবি জানান তিনি।
বিশিষ্ট সাংবাদিক কাশি কুমার ঝন্টু বলেন, আমরা প্রতিনিয়ত প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছি। প্রতিবন্ধীদের নিয়ে করনীয় বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে প্রতিবন্ধীরা ইতিবাচক পথে চলছে এমন দাবি তার।
গোলটেবিল বৈঠকে জেলার ১৩ টি উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি সহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply