1. admin@dainikbanglasangbad.com : admin : admin com
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কমলগঞ্জ থানার দারোগা জিয়াউলের ক্ষমতা বলে কথা দলীয় প্রভাব খাটিয়ে গোয়াইনঘাট জুড়ে রাম-রাজত্ব কাশেম-বাবলা চক্রের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ইউকে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্ষমতাধর দারোগা উবাদুল্লাহ এখনো এসএমপিতে বহাল আত্রাই বান্দাইখাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগটি সম্পূর্ন ষড়যন্ত্রমূলক শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি গোয়াইনঘাটে সাংবাদিকদের উপর হামলার মামলায়;জামিনে থাকা আসামী’কর্তৃক বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি নওগাঁর মান্দায় আওয়ামী সন্ত্রাসীরা বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ আটক ৯,, হ্যালো সিলেট এসএমপি কমিশনার ফাঁড়ির পুলিশ ও ছিনতাইকারী সামলাও পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিক সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিল

“রাজা অনুস্বারের পালা” নাটকের মঞ্চায়ন করলেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০২০ বার পঠিত

মোঃ খাদেমুল ইসলাম.

দিনাজপুরের ঐহিত্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের প্রথম নাটক নবরূপীর প্রযোজিত ও মমতাজ উদ্দীন আহম্মেদ এর রচনায় এবং শামীম রাজার নির্দেশনায় “রাজা অনুস্বারের পালা” নাটকটি মঞ্চস্থ হলো দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে।

শনিবার রাতে নাট্যোৎসেবের প্রথম নবরূপীর নাটক উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বৃহত্তর দিনাজপুর জেলার সংরক্ষিত আসনের এমপি ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, নাটকের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের প্রজন্মদের জানাতে হবে। একমাত্র সাংস্কৃতিক চর্চাই পারে অবক্ষয় মুক্ত সুন্দর সমাজ গড়তে। প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দীন আহম্মেদ রচিত “রাজা অনুস্বারের পালা” নাটকে তৎকালীন সমাজ চিত্র তুলে ধরা হয়েছে। রাজার স্বৈরাাচারী কর্মকান্ড ও প্রজাদের অমানবিক শোষন- নিপীড়নের স্পর্শ প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অবশেষে নাটকে “যেমন কর্ম-তেমন ফল” প্রজা বিদ্রোহের মুখে ধ্বংস প্রাপ্ত হয় রাজপ্রসাদ। অসম্পূর্ণ তার পিপাসা নিয়ে প্রাণ ত্যাগ করেন রাজা। সকল অমানবিকতা কাটিয়ে অবশেষে মানবতার জয় হয়। “রাজা অনুস্বারের পালা” নাটকে রাজা চরিত্রে অভিনয় করেন বাবুন সাহা, রানী চন্দ্রবিন্দু-সিফাত-ই-জাহান শিউ, প্রধানমন্ত্রী- মানস কুমার ভট্টাচার্য, যুদ্ধমন্ত্রী- লেলিন নাগ, শরীর মন্ত্রী- আবুল কালাম আজাদ, পাদটীকা- ষষ্ঠি চন্দ্র, সুত্রধর- মোঃ জাকির হোসেন, অভাবী- শামীম রাজা, খেয়াবী- আরিয়ানা চৌধুরী সাবা, ভাগিনা-মুরাদুজ্জামান মুরাদ, ভাতিজা- ফাইয়াদ বিশাল, সর্দার-ম.মিজু, গোবরা- নিরঞ্জন হীরা, দিসা- মোঃ আকবর আলী, হাকু- প্রণব শীল, ঘোষক- রিংকু, পুরোহিত- টংক নাথ অধিকারী, মা বহুব্রীহি- প্রতিমা রানী রায়, নৃত্যে- বর্ষা। আবহ সংগীতে ছিলেন মোঃ নজরুল ইসলাম, মিউজিকে- টংক নাথ অধিকারী, আলো- তারেকুজ্জামান তারেক, আলোক প্রক্ষপেন- আবু তাহের, মঞ্চ পরিকল্পনা- বাবুন সাহা, পোষাক- সিফাত-ই-জাহান শিউ, রূপসজ্জা- হারুন-উর-রশিদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্যোৎসব উপ-কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ। রাজকিয় পোষাক, লাইটিং মঞ্চ সহ রাজার ভূমিকায় বাবুন সাহা, অভাবী চরিত্রে শামীম রাজা ও রানী চন্দ্রবিন্দু চরিত্রে- সিফাত-ই-জাহান শিউ এর অভিনয় দর্শকেরা চিরদিন স্মরণ রাখবে।

এর আগে গেল ২৮ অক্টোবর রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্যগোষ্ঠী নবরূপী আয়োজিত প্রয়াত নাট্যকার শাজাহান শাহ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2023 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com