সিলেটে গোলাপগঞ্জ নিমাল পূর্বরেঙ্গা হাইস্কুলের ধর্মীয় শিক্ষক আহমদ আল কবিরের একমাত্র ছেলের মৃত্যু
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
৬৯৭
বার পঠিত
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল পূর্বরেক্ষা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের জনপ্রিয় শিক্ষক মাওলানা আহমদ আল কবিরের একমাত্র পুত্র সন্তান রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী (২৫), ৩ নভেম্বর ২০২২ইং (বৃহস্পতিবার) সিলেট থেকে শুক্রবার দাদীর চল্লিশার শিরনীতে অংশগ্রহণে মাকে নিয়ে জকিগঞ্জে বাড়ীতে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের সড়কের বাজার এলাকায় বেলা ৩টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। নিহত রেদ্বওয়ান জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের শিক্ষক মাও. কবির আহমদের একমাত্র পুত্র সন্তান। নিহত রেদ্বওয়ান সিলেট এম.সি কলেজের অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র ছিলো। তার মৃত্যুর সংবাদে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ কানাইঘাট থানায় রাখা হয়েছে। ৪ নভেম্বর (শুক্রবার) জানা যায় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রযেছে বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা আরও জানান,গত মাসে রেদ্বওয়ানের মোবাইল ফোনে আমেরিকা প্রবাসী এক নিকট আত্মীয়র সাথে বিবাহ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আমেরিকা প্রবাসী হবু স্ত্রী দেশে আসলে অনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিলো।
Leave a Reply