দিনাজপুর: মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বেরোলে তিন দিনব্যাপী বিজয়ের মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী১৬ ই ডিসেম্বর পর্যন্ত।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরুল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজের সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বীর মুক্তিযুদ্ধ আবুল কাশেম অরু, বীর মুক্তিযোদ্ধা রহমান আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ এতে অংশ নেয় ।
এ সময় বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজের সিদ্দিক সাগর বলেন, বিজয়ের এই মাসে পুরো জাতি নতুন প্রেরণা নিয়ে আগামী দিনের পথ রচনা করে। নতুন প্রজন্মকে এই মেলা থেকে শিক্ষা নিয়ে একজন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শকে অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় বলেন, এই মেলা শুধু একটি মেলা নয়। আমাদের অতীত ঐতিহ্যের সফলতার ভান্ডার। মুজিবীয় আদর্শে আগামীতে চলবে নতুন প্রজন্ম এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওসার বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে কোন কিছুর বিনিময়ে আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে পারব না। বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে উঠুক নতুন প্রজন্ম এমন প্রত্যয় নিয়েই এই আয়োজন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলায় চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ।মেলায় অংশ নিয়েছে প্রায় ২৫ টি স্টল।
Leave a Reply