শাহ ইসমাইল( নিজস্ব প্রতিনিধি)
গত ৮ই ডিসেম্বর ২০২২ ইং গোলাপগন্জ সদর ইউনিয়ন উয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে এর সম্মানীত সভাপতি জনাব মাহমুদ মিয়া মানিক এর সভাপতিত্বে সংঘটনের এক জরুরি সভা অনুস্টিত হয় E Burger 258 Poplar High St, London E14 0BB সভায় সঞ্চালনা করেন সংঘটনের সহ-সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ।উক্ত সভায় সংঘটনের সাধারণ সম্পাদক জনাব আলম চৌধুরী উনার ব্যাক্তিগত কারণে সংঘটনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় বিদায় সংঘটনের বোর্ড-অব-ম্যানেজমেন্টের সিদ্দ্যান্তে উনার দায়িত্ব (সাধারণ সম্পাদক) পদ থেকে উনাকে অব্যাহতি দেওয়া হয়।এবং সংঘটনের সহ-সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফকে গত ৮ই ডিসেম্বর ২০২২ ইং হতে আগামী নির্বাচন পর্যন্ত গোলাপগন্জ সদর ইউনিয়ন উয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কার্য পরিচালনা করার অনুমতি দেওয়া হয়।
Leave a Reply