দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদ, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ভোর ৬টা ৩ মিনিটে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ফুলবাড়ী পৌরসভা, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্, ফায়ার সার্ভিস, ফুলবাড়ী প্রেসক্লাব, সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা, জিটিসি, নেসকোসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শ্রদ্ধার্ঘ্য অপর্ণ করেন। সকাল ৮টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
আলোচনা শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি সদস্যদের কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপেস্ন প্রদর্শন অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিকেলে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাব হলরম্নমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, জ্যেষ্ঠ সদস্য চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, জ্যৈষ্ঠ সদস্য আব্দুল কাইয়ুম, জ্যেষ্ঠ সদস্য মিজানুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সদস্য প্রভাষক রীতা রানী কানু, সাংগঠনিক সম্পাদক পস্নাবন শুভ, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, প্রচার সম্পাদক মোকাররম হোসেন, সদস্য আশরাফ পারভেজ, হীরেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
Leave a Reply