
মোঃ ফারুক হোসেন ফুলছড়ি প্রতিনিধিঃ
ফুলছড়িতে ২১ শে আগস্টে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে (২১ শে আগস্ট ) সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলা কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি। সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাদল ফুলছড়ি উপজেলা আওয়ামী ।
সহ-সভাপতি গোলাম হোসেন কুদ্দস, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম । যুগ্ম সাধারণ সম্পাদক ফুলছড়ি আওয়ামী লীগ, মোঃ রেজাউল করিম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন কমল মন্ডল, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার হবিবর রহমান, উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবু, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহদী মাসুদ পলাশ,
মোঃ আব্দুর রাজ্জাক উদাখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মজনুর রশিদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চে ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ জয় প্রমূখ ।
বক্তারা এ সময় রক্তমাখা বীভৎস ‘রাজনৈতিক হত্যাযজ্ঞের’ ১৯তম বার্ষিকী সম্বন্ধে সেদিন ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বিজ্ঞাপন করেন। ২০০৪ সালের এই দিনে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ বিকট শব্দ, মানুষের আর্তনাদ, ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকাময় পরিবেশ। আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস-বিরোধী মিছিল-পূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এ ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। সেদিনের গ্রেনেডের স্পিন্টারের আঘাতে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল।
অনুষ্ঠান শেষে শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply