নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার জন প্রতিনিধি সত্য এবং এলাকার উন্নয়ন নিয়ে কাজ করতে পারবে এমন প্রতিনিধি নির্বাচন করুন, এমন সময় উপযোগী ফেসবুক পোস্ট দিয়ে সকল নির্বাচনি এলাকার জনগনের প্রতি আহবান জানালেন. সিলেটের হাজার যুবকের আইডল ও ইউটিউব চ্যানেল গ্রীন বাংলা পরিবারের অন্যতম অভিনেতা ,অভিনেতা- বেলাল আহমেদ মুরাদ
বেলাল আহমেদ মুরাদ দেশের সকল বাস্তব চিত্র নিয়ে অভিনয় ও নাটক এবং শর্ট ফ্লিম নিয়ে একাধিক নাটক করেছেন।
তাই নির্বাচনের আগাম সর্তক বানি দিতে ভুলেন নি।দেশে নির্বাচন আসলে কিছু জন প্রতিনিধি বিদেশ থেকে টাকা নিয়ে আসেন নিয়ে নির্বাচন করতে ,এমন জনপ্রতিনিধি দ্বারা সমাজ এবং দেশ কতটুকু উন্নয়ন হবে তা দেশের জনগনই বিবেচনা করতে হবে।।
দেশের উন্নয়ন বা নির্বাচনি এলাকার উন্নয়ন দেখতে হলে এমন প্রতিনিধি নির্বাচন করুন,যে প্রতিনিধি এলাকার বিভিন্ন সামাজিক সংঘটের সাথে জড়িত,এবং সত্য এবং ন্যায় বিচারক,জনগনের প্রতি আস্থাশীল ইত্যাদি, এমন জনপ্রতিনিধিকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করুন।
বেলাল আহমেদ মুরাদের ফেইসবুক স্টেটাস হুবুহুবে তুলে
ধরা হল-
“” বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে তাই টাকাকে নির্বাচিত না করে মানুষকে নির্বাচিত করুন। ভালো মানুষ চুপিসারে বসে থাকে,এরা কালো টাকা আর খারাপ প্রভাব ওলা মানুষদের সামনে প্রতিদ্বন্দ্বী হতে চায় না।
যুবসমাজের দ্বায়িত্ব ভালো মানুষদের বের করে আনুন মুরব্বিদের সাথে আলোচনা করে নিজেদের পকেটের টাকা খরচ করে হলে তাদের নির্বাচিত করুন। হোক সে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক বা সমাজসেবী একজন ভালো মানুষ চাই। ভালো মানুষ নির্বাচিত হলে ভালো ফল পাবে এলাকা,শান্তির পথে আগাবে দেশ।
তাই সময় এখনি নিজকে টাকার কাছে বিক্রি না করে সাহস করে ভালো মানুষকে এগিয়ে দিন।
#আসুন_দেখে_বদলাই_শিখে_বদলাই””
Leave a Reply