স্টাফ রিপোর্টার
আজ দুপুরে যাত্রাবাড়ী এবং ডেমরা থানা এলাকার কোনাপাড়া মুরগির ফার্মের মোড়ে অটো রিক্সা স্ট্যান্ড দখল কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়। সরজমিনে উপস্থিত হয়ে জানা যায়, মীর আনিস এবং তার একান্ত সহযোগি রেজাউল, জাকির, কাউসার তাদের উপস্থিতিতে এই অনৈতিক কার্যক্রম পরিচালনা হয়। রহিম (ছদ্ধনাম) এক অটো রিকসা চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন- মীর আনিস বাহিনীর অত্যাচারে এই এলাকায় আর গাড়ি চালাতে পারমুনা। গাড়ির মালিকের জমা টাকা উঠুক আর না উঠুক তাদের টাকা আগে দিতে হবে। আমরা কয়জনকে টাকা দিবো?
তথ্য নিয়ে আরো জানা যায় মীর আনিস বাহিনী নাকি এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদা দাবি
Leave a Reply