নিজস্ব সংবাদাতাঃ
যখন আকাশের ঘনকালো আঁধার করা মেঘের রাজ্যে ডানা ঝাঁপটাতে ওই পাখির আর ভাল লাগে না,
তখন তৃষ্ণার্ত পায়েল পরা পাখির খুব সাধ জাগে রিমঝিম বৃষ্টির গানের সুরে ভিজতে কিংবা অপলক দৃষ্টিতে রোদ্দুর হাসি দেখতে। বৃষ্টি, রংধনু কিংবা রোদ নামধারী ওরা সবাই আসলে পাখির বন্ধু, কখনও বা আঁধার করা মেঘও। ‘বন্ধু’ হলো এমনই একটা স্বচ্ছ আয়না যাকে বলতে হয় না, বোঝাতে হয় না, অনুরোধ করতে হয় না কিংবা প্রয়োজন হয় না উপদেশ দিয়ে মনের কথা প্রকাশ করার। পারস্পরিক সমঝোতা, শ্রদ্ধাবোধ এবং ভালবাসার অগাধ বিশ্বাসের সেতুবন্ধন হলো বন্ধুত্ব।
ব্যক্তির নিজস্ব মতামত কিংবা জনমত প্রতিফলনের একটি গণতান্ত্রিক মাধ্যম। কোন সভা কিংবা নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ভোটের প্রয়োজন পড়ে থাকে। যিনি ভোট প্রয়োগ করেন তিনি ভোটার হিসাবে পরিচিত।
ব্যাক্তিকে প্রতিনিধিত্ব করার জন্য অন্যান্য প্রার্থীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। সচেতন জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতিফলনের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
ভোট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন প্রার্থী গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
প্রিয় বন্ধু–
ঠিকানা গ্রুপের চেয়ারম্যান শিক্ষানুরাগী এবং বিশিষ্ট দানবীর ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী (মান্না) অত্যান্ত উদার সৎ সাদা মনের কুটনীতিবিদ টান্ডা মাথার বুদ্ধিমতা সম্পন্নএকজন মানুষ।
সিলেট -৩ নির্বাচনী আসনে আসন্ন উপ-নির্বাচনে স্হানীয় সর্ব স্তরের জনসাধারণের বিশেষ অনুরোধ প্রার্থী হতে যাচ্ছেন।
গত ঈদের পর থেকে ধারাবাহিকভাবে বালাগন্জও ফেঞ্চুগন্জ উপজেলায় স্হানীয় হাটবাজার, দর্শনীয় স্হান এবং স্হানীয় জনসাধারণের সাথে শতাদিক জনসাধারণ সাথে নিযে নির্বাচনী প্রচার প্রচারনা ও গনসংযোগ করছেন পর্যায়ক্রমে দক্ষিণ সুরমা উপজেলায় গণসংযোগ করবেন, যেখানে যাচ্ছেন জনগনের বাদ ভাঙ্গা ভালোবাসা সিক্ত হচ্ছেন। নির্বাচনে বিজয়ী হলে কি কি উন্নয়ন বাস্তবায়ন করবেন তা ভোটারদের কাছে বলছেন ।
বন্ধু নিয়মিত তার নির্বাচনী এলাকাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
মানুষকে সার্বিক সহযোগিতা করেছেন। ইতিমধ্যে এলাকাতে বিভিন্ন উন্নয়মুখী কাজ করে মানুষের মনি কোটায় স্হান করে নিচ্ছেন ।যার বাস্তব প্রমান সাধারণত জনসাধারণের বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
উল্লেখ্য যে গত ১১মার্চ কোভিট১৯ আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করলে আসনটি শূন্য হয়।
প্রিয় বন্ধু মানুষের সেবা করার ব্রত নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করি আমরা সবাই যার যার অবস্হান থেকে সার্বিক সহযোগিতা কামনা করি।
আশা করি ভোটারা তাদের পবিত্র ভোট প্রয়োগ করে বন্ধুকে নির্বাচিত করবেন।
ইনশাআল্লাহ
প্রিয় বন্ধু জনগণের ভোটে নির্বাচিত হবে। দেখা হবে বিজয়ে।
শুভ কামনা রহিল।
বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা।
Leave a Reply