দৈনিক বাংলা সংবাদ ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার ফেসবুকে আইডিতে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুধু সিলেটের নয় তিনি ছিলেন গোটা দেশের সম্পদ। তাঁর মতো একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ ছিলেন বলেই দেশের অর্থনীতি আজ অনেক দুর এগিয়ে গেছে। আজ তাঁকে নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
সিলেটের রাজনৈতিক সম্প্রতির স্বার্থে খন্দকার আব্দুল মুক্তাদিরের দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে তারা বলেন, তা না হলে তাকে প্রতিহত করার ঘোষণা দেয়া হবে।
Leave a Reply