বিশেষ সংবাদদাতা:
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় জমকালো আয়োজনে বর্নির সাজে শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ” The luxury resruant& banquet hall ”
৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত দেশের আধ্যাদিক রাজধানী সিলেট শহরের প্রান কেন্দ্র পুর্ব জিন্ধাবাজার জেল রোডে অবস্থিত অভিজাত রেষ্টুরেন্ট ” The luxury resruant& banquet hall উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন।
সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত, আধুনিক ও রূচিশীল চোঁখ ধাধানো কারুকাজে সাজানো হয়েছে পুরো রেষ্টুরেন্ট। অত্যন্ত মনোরম পরিবেশে সুদক্ষ বাবুর্চি দ্বারা মান সম্মত ও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। এখানে রয়েছ পার্টি সেন্টার, হল বুকিং, রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর সুবিধা। সকাল ১০ ঘটিকা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে এই রেস্টুরেন্ট। বাংলা, চাইনিজ,টারকিড্স ইন্ডিয়ান ও থাই ফুডসসহ নানান রকম পছন্দের খাবার থাকবে । এছাড়াও রয়েছে স্পেশাল পিৎজা, সাউথ ইন্ডিয়ান, দোসাই, কুটুম্ববাড়ি স্পেশাল নবাব বিরানী, চিকেন ব্রোস্ট, চিকেন গ্রীল সহ ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন।
ভালো, রুচিশীল, মানসম্মত, বিশুদ্ধ খাবার পরিবেশনে আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো এজন্য সকলের সহযোগীতা কামনা করি।
Leave a Reply