
মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
জনপ্রিয় ই-কমার্স সাইট নুরতাজ লিমিটেডের ৫ম বার্ষিকী গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
সাগুফতা ইয়াসমিন এমিলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি
ওয়াহিদ শরীফ, ইক্যাব ভাইস প্রেসিডেন্ট মোঃ সাহাব উদ্দিন শিপন, বাংলাদেশ ব্রান্ড ফোরাম এর প্রতিষ্ঠাতা এবং এমডি মেজর এস. এম নুরুজ্জামান ও শরীফুল ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল খন্দকার আনিসুর রহমান (অবঃ), ইন্জিনিয়ার কাজী ওয়াহিদ, আক্তার হোসেন মোল্লা, জুয়েল সরকার ও নাহিদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জনেরও বেশি ই-কমার্স এবং আইটি উদ্যোক্তাগণ।
৫ম বার্ষিকীর অনুষ্ঠানে নুরতাজের প্রতিষ্ঠাতা এবং প্রধান নিবার্হী সেলিম শেখ বলেন, অনেক কঠিন পথ পেরিয়ে নুরতাজ এখন পাঁচ বছরে সফলভাবে পার করেছে। বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং স্থিতিশীল অর্থনীতির কারণে প্রকৃত ই-কমার্স ব্যবসায়ীগণ টিকে আছেন এবং ভালোভাবে ব্যবসা করতে পারছেন। এ সময় তিনি ই-কমার্স ইন্ডাস্ট্রির কিছু বিদ্যমান সমস্যা এবং সমাধানের জন্য ব্যবসায়িক নেতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমরা দেশীয় আইটি উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই এবং পাশে থাকতে চাই। ই-কমার্সের সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বেসিস, ইক্যাব, বাক্কো সহ আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে পাঁচটি অ্যাসোসিয়েশন একযোগে কাজ করে যাবে।
এছাড়াও ই-কমার্স ব্যবসা সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখার জন্য কয়েকজন গুণী ব্যক্তিকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এরপর নৈশ ভোজ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।
Leave a Reply