
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামের মরহুম সাইদুর রহমান খানের স্ত্রী লতিফার জীবন যেন যন্ত্রণার এক কারাগার, বিধবা লতিফা একটি ঘরের অভাবে জীবন নিয়ে বড়ই বিপাকে।
তার স্বামী মারা গেছেন সংগ্রামের পর পরই।আপন বলতে ছিল লতিফার তিন মেয়ে । মেয়েদের বিয়ে দিয়ে একাকী ভাঙ্গা জরাজীর্ণ ঘরে দিন কাটিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা মহিলা।বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকতে চান তাই একটা ঘর বা কিছু টিনের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন।
বৃষ্টি এলেই বৃষ্টির পানিতে তার ঘরের সবকিছুই ভিজে বাসযোগ্যহীন হয়ে পড়ে।কনকনে শীতেও ঠান্ডা বাতাস ও কুয়াশার সাথে চলে বেঁচে থাকার যুদ্ধ কেননা ভাঙা চালার একমাত্র কুপড়ি ঘরই যে তার সহায় সম্বল।তাই কুয়াশা, রোদ বৃষ্টিকে সঙ্গী করেই এ কুপড়ি ঘরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন হতদরিদ্র বিধবা বৃদ্ধা লতিফা।
Leave a Reply